সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের সম্ভাব্য পরিণতি!!!

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দিলে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হতে পারি
➖➖➖➖➖➖➖➖➖➖
শুধুমাত্র লাইক, কমেন্ট, শেয়ার, কপিই নয়! সম্ভব
হলে লিফলেট ছেপে লেখাটি ছড়িয়ে দিন!! :
রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলে সমস্যা কোথায়?

প্রশ্নবানে জর্জরিত হচ্ছি, সমস্যা কোথায়? প্রশ্ন
আসছে সব শ্রেণী থেকে। প্রথম কথা হচ্ছে,
কেউ আমার হাত কাটলেও ব্যথা পাই, আঙুল
কাটলেও। কারণ হাত-পা সবই আমার! ইসলামী বিধান প্রতিষ্ঠিত নাই বলে সংবিধান থেকেও মুছে দিতে হবে? হাত কাটা রুখতে পারি নি বলে পা কাটারও সুযোগ দেবো? কারো শরীরে অনুভূতি না
থাকলে সেটা তার ব্যাপার, আমি কালিমা পড়েছি,
দ্বীনের যে কোন বিষয়ে আঘাত আসলে
আমার কলিজায় লাগে! এবার আসল কথায় ফিরে যাই;

ক. ইসলামী শরী’আহ হচ্ছে কোন বিধান পালন না
করলে আপনি গুনাহগার, বেঈমান নন, কিন্তু
অস্বীকার করলে বেঈমান। সংবিধান থেকে
সরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনি অস্বীকার
করছেন!

খ. বুদ্ধিমানদের কাজ হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা
নেওয়া, আপনি কামাল আতার্তুকের তুরস্কের ইতিহাস পড়ুন, বুঝবেন কেন আমাদের এতো মাথাব্যথা!

গ. প্রধানমন্ত্রী তনয় ও আইটি উপদেষ্টা জয়
সাহেবের সে বক্তব্য কি ভুলে গেছেন? তিনি
বলেছিলেন “৭৫ পরবর্তি সময়ে মাদ্রাসা শিক্ষার হার
বেড়েছে, প্রতি তিনজনের একজন মাদ্রাসা ছাত্র,
আমরা এটা পাল্টাতে চাই” আমাদের আশংকা, তাদের সে মিশন বাস্তবায়নে যেনো সংবিধান কোন বাধা না হয়, সে জন্যই এই পদক্ষেপ!!
➖➖➖➖➖➖➖➖➖➖
আরও বিস্তারিত দেখুন
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
http://fiqhehanafithegreat.com/সংবিধান-থেকে-রাষ্ট্রধর্ম/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হেফাজতের সঙ্গে চরমোনাই পীরসাহেবের একাত্বতা নিয়ে যারা প্রশ্ন তুলেন ; তারা আগে ভিডিও ২টি দ্যাখেন ; তারপর মন্তব্য করেন !!!

হেফাজতের সঙ্গে চরমোনাই পীরসাহেবের একাত্বতা নিয়ে যারা প্রশ্ন তুলেন ; তারা আগে ভিডিও ২টি দ্যাখেন ; তারপর মন্তব্য করেন !!!

ইস্তেহসান কাকে বলে? ইস্তেহসান কি শরিয়তের দলীল??

ইস্তেহসান কাকে বলে? ইস্তেহসান কি শরিয়তের দলীল?? : div class=