সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দাম্পত্যজীবন, অজ্ঞতা ও পরিণাম

আল্লামা আবু তাহের মিছবাহ কিছু দিন আগে আমার এক প্রিয় তালিবে ইলম দেখা করতে এসে বললো , হুযূর , আগামী পরশু আমার বিবাহ। চমকে উঠে তাকালাম। বড় ‘ বে - চারা ’ মনে হলো। কারণ আমিও একদিন বড় অপ্রস্ত্তত অবস্থায় জেনেছিলাম , আগামীকাল আমার বিবাহ ! ভিতর থেকে হামদরদি উথলে উঠলো। ইচ্ছে হলো তাকে কিছু বলি , যিন্দেগির এই নতুন রাস্তায় চলার   জন্য প্রয়োজনীয় কিছু পাথেয় , আল্লাহর তাওফীকে তাকে দান করি। আল্লাহর তাওফীক ছাড়া আমরা কেই বা কী করতে পারি ! তো তাকে জিজ্ঞাসা করলাম , বিবাহের জন্য কী প্রস্ত্ততি নিয়েছো ? বড় ভোলাভালা নও জোয়ান ! সরলভাবে বললো , আমার কিছু করতে হয়নি , সব প্রস্ত্ততি আববা - আম্মাই নিয়েছেন। কেনা - কাটা প্রায় হয়ে গেছে , শুধু বিয়ের শাড়ীটা বাকি। অবাক হলাম না , তবে দুঃখিত হলাম , আমার এই প্রিয় তালিবে ইলম এখন একজন যিম্মাদার আলিমে দ্বীন। দীর্ঘ কয়েক বছর আমাদের ছোহবতে ছিলো , তার কাছে বিবাহের প্রস্ত্ততি মানে হলো জিনিসপত্র এবং বিয়ের শাড়ী ! তাহলে অন্যদের অবস্থা কী ?! বড় মায়া লাগলো ; বললাম , দেখো , মানুষ যে কোন কাজ করতে চায় , প্রথমে সে ঐ বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ ক